
অনলাইন ডেস্কঃ
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার দায়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন– ফজলুর রহমানের মতো এরকম কথা যারা টকশোতে বলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, মৌলিক সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হবে না। জুলাই সনদ অন্তর্বতী সরকারকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই শহীদদের তালিকা করতে না পারায় সরকারকে ক্ষমা চাইতে হবে। মিডিয়া সংস্কার করতে না পারার ব্যর্থতাও সরকারের।
এর আগে, এক টিভি চ্যানেলের টকশোতে ফজলুর রহমান গত বছর ৫ আগস্টে শেখ হাসিনার পতনের জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলোকেই দায়ী করেন। তার ভাষায়– এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী ‘কালো শক্তি’ জামায়াত।
এরপর রোববার ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় বিএনপি। নোটিশে যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা বলেন, শোকজের জবাব দিয়ে যেন স্বপদে বহাল থাকতে না পারে ফজলুর রহমান, সেই পদক্ষেপ নিতে হবে। ‘২৪ ও ‘৭১কে মুখোমুখি করার চেষ্টা হচ্ছে দাবি করে তারা বলেন, এই চক্রান্ত ছাত্র-জনতা রুখে দেবে।
এ সময় ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ ও তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়।