
অনলাইন ডেস্কঃ
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৪ পুলিশ সদস্যকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৫ আগস্ট) সকালে পরোয়ানা ফেরতের প্রতিবেদন পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিকে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
ইতোমধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরী। এ সময় তিনি জুলাই আন্দোলনে চক্ষু বিজ্ঞানে চোখ হারানোদের চিকিৎসার বিষয় তুলে ধরেন। সোমবার সকালে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
আলোচিত এ মামলায় অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ উপলক্ষে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
অন্যদিকে জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে শহিদ নাফিজসহ ৩ জনকে হত্যার মামলায় শচীন মল্লিক নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।