
অনলাইন ডেস্কঃ
রাষ্ট্রপতির নির্দেশে আইন মন্ত্রণালয় সোমবার (২৫শে আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর, অ্যাডভোকেট মো. লুৎফর রহমান, যিনি পূর্বে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।
এই ২৫ জন বিচারপতির মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, এবং যুগ্ম সচিবের মতো উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।
এছাড়াও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিবও এই তালিকায় অন্তর্ভুক্ত। নতুন বিচারপতিদের মধ্যে সাতজন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং নয়জন সুপ্রিম কোর্টের আইনজীবী রয়েছেন, যা বিচার বিভাগে বৈচিত্র্যময় অভিজ্ঞতার সমন্বয় ঘটাবে।