
অনলাইন ডেস্কঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সোমবার (২৫শে আগস্ট) সন্ধ্যায় কমিশন কার্যালয়ে এই তালিকা প্রকাশ করেন সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ২৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ভিপি পদে লড়বেন ২০ জন এবং জিএস পদে ১৭ জন। যাচাই-বাছাই শেষে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তারা মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আপিল করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭শে আগস্ট আপিলের শুনানি ও রায় ঘোষণা করা হবে। এরপর ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আগামী ১১ই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।