
অনলাইন ডেস্কঃ
কক্সবাজারের মহেশখালীতে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মো. সোলাইমান নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে, মরদেহ গুম করার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমাণ গনি এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি সোলাইমান আদালতে উপস্থিত ছিলেন।
সোলাইমান টেকনাফের হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশারফ হোসেন টিটু।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সোলাইমান মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে কাজ করার সুবাদে শিশুটির চাচার বাসায় ভাড়া থাকতেন। ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে বাড়ি ফিরলে সোলাইমান শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং পরে হত্যা করেন। এরপর শিশুটির মরদেহ একটি লাগেজে ভরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার উজানটিয়ার একটি লবণমাঠে ফেলে আসেন।
এ ঘটনায় নিহত শিশুর পিতা আয়াত উল্লাহ বাদী হয়ে থানায় মামলা করলে পরদিন পুলিশ সোলাইমান ও তার স্ত্রীকে গ্রেফতার করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত আজ এ রায় দিলেন।
এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার, আইনজীবী ও রাষ্ট্রপক্ষ। তবে আসামি পক্ষ দাবি করেছে, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।