
অনলাইন ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অন্তত চার ফোন করলেও, নরেন্দ্র মোদি তাতে সাড়া দেননি বলে দাবি করা হয়েছে এক প্রতিবেদনে।
জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন (Frankfurter Allgemeine) এমন দাবি করেছে। তার বলছে, মোদি ‘গভীর ক্রোধ’-এর পাশাপাশি ‘সতর্কতা’ হিসেবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন। খবর ইন্ডিয়া টুডে’র।
বলা হচ্ছে, ট্রাম্প এমন সময়ে মোদিকে কল দেন, যখন তার প্রশাসন ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
বার্লিনভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন বেনার এক্সে সংবাদপত্রের প্রতিবেদনের একটি কপি শেয়ার করে লিখেছেন, ‘ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন দাবি করেছে, ট্রাম্প সম্প্রতি মোদিকে চারবার ফোন করেছিলেন। কিন্তু মোদি ট্রাম্পের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।’
ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জানিয়েছে, মোদির মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল, যাতে বোঝা যায় যে তিনি অপমানিত বোধ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের ওপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন। কিন্তু মোদি তার প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনো আপস না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে ‘এর প্রতিরোধ’ করেছিলেন।
প্রতিবেদনে মোদির এ সতর্কতার কারণও ব্যাখ্যা করা হয়েছে। এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টো লামের সঙ্গে মাত্র একটি ফোনকলে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন, যা দুই দেশের প্রতিনিধিদল অনেক কষ্ট করে সাজিয়েছিল। কিন্তু কোনো চুক্তি না হলেও ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের মতে, মোদি একই ‘ফাঁদে’ পড়তে চান না।
প্রসঙ্গত, ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বুধবার (২৭ আগস্ট) থেকেই কার্যকর করছে যুক্তরাষ্ট্র। শুল্কারোপের কথা আগেই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এ সংক্রান্ত নির্দেশিকাও তৈরি করে ফেলেছে ট্রাম্প প্রশাসন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন নির্দেশিকাটি এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি। তবে এর খসড়া ইতোমধ্যে আমেরিকার সরকারি ওয়েবসাইটে প্রকাশ্যে এসেছে। বুধবারই সেটি সরকারিভাবে ঘোষণা করার কথা। এদিন থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক নেবে ট্রাম্প প্রশাসন।
মার্কিন শুল্ক এবং সীমান্ত সুরক্ষা বিভাগ মারফত ওই নির্দেশিকা তৈরি করেছে ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি দফতর। নির্দেশিকা অনুসারে, ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়ে (ইস্টার্ন টাইম জোন) রাত ১২টা ১মিনিট থেকে শুল্ক কার্যকর হবে। অর্থাৎ ভারতীয় সময় অনুসারে, বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে এই অতিরিক্ত শুল্ক কার্যকর করছে মার্কিন প্রশাসন।