
অনলাইন ডেস্কঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (২৬শে আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের বিমান-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহফুজা জেরিনের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেতৃত্বে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
শেখ বশিরউদ্দীন বর্তমানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে গুরুদায়িত্ব পালন করছেন। তাকে গত বছরের ১০ই নভেম্বর এই দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল।
পরবর্তীতে, চলতি বছরের ১৫ই এপ্রিল থেকে তাকে ওই দুই মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বও অর্পণ করা হয়। এবার বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিনি সংস্থাটির সার্বিক ব্যবস্থাপনায় নেতৃত্ব দেবেন।