
অনলাইন ডেস্কঃ
তিন দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করবে তারা।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে শাহবাগ থেকে এমন ঘোষণা দেয় প্রকৌশল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীর জানান, দাবি আদায়ের আল্টিমেটাম দিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন তারা। কর্মসূচিতে সারাদেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেয়ার আহ্বান জানানো হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিএসসি ডিগ্রিধারী হয়েও বৈষম্যের শিকার তারা। নবম ও দশম গ্রেডে কোটা থাকায় চাকরিতে বঞ্চিত হচ্ছেন তারা। এছাড়া বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান নেন আন্দোলনকারীরা।
এর আগে, সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্তার অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরাও যোগ দেন।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিনিয়ত এমন দুর্ভোগ বন্ধে প্রশাসনকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান নগরবাসী।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন প্রকৌশল শিক্ষার্থীরা।