
অনলাইন ডেস্কঃ
আগুনে পুড়ে ছাই পার্লামেন্ট ভবন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসে হলো ভয়াবহ এ দুর্ঘটনা। মার্শাল দ্বীপপুঞ্জের ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তা জানান, রাতভর বিস্তৃত এই আগুনে সংসদ ভবনের অর্ধেক অংশ পুড়ে গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে, পার্লামেন্ট ভবন-নিতিজেলায় ছড়িয়ে পড়ে আগুন। তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খায় ফায়ার সার্ভিস। সহায়তায় এগিয়ে যায় পুলিশও।
দীর্ঘ কয়েক ঘণ্টার তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পুড়ে ছাই ভবনের বেশিরভাগ অংশ। পুড়ে গেছে অধিবেশন কক্ষ, অফিস, গ্রন্থাগার ও সংরক্ষণাগার। ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে ভবনের বাকি অংশও। এ ঘটনায় দগ্ধ বা হতাহতের খবর মেলেনি। এখনও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।
সূত্র: গার্ডিয়ান।