
অনলাইন ডেস্কঃ
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জেলা কারাগারের সামনে থেকে পুনরায় গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাকে খুলনা জেলা কারাগারের সামনে থেকে ডিবি’র কার্যালয়ে নেওয়া হয়।
খুলনা জেলা কারাগারের জেলার মুনীর হুসাইন বলেন, আদালত থেকে সব মামলায় তিনি জামিন পেয়েছেন। জামিনের যাবতীয় কাগজপত্র হাতে পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগার থেকে তিনি মুক্ত হন।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। দুদকের একটি মামলায় তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। রায়ের পর থেকে তিনি ঢাকা কাশেমপুর কারাগারে ছিলেন। এ বছরের ২৩ মে কাশিমপুর থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়। তবে পুনরায় তিনি গ্রেপ্তার হয়েছেন কি না তার জানা নেই।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে তাকে কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
তবে একটি সূত্র জানায়, সাবেক সংসদ মিজান খুলনা জেলা কারাগারের সামনে থেকে গ্রেপ্তার হওয়ার সংবাদ জেনে পরিবারের সদস্যরা গোয়েন্দা কার্যালয়ের সামনে হাজির হন।
উল্লেখ্য, জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন অভিযোগ প্রমাণিত হওয়ায় এ বছরের ৩০ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক তাকে ৮ বছরের কারাদন্ডাদেশ দেন। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় ৪ টি মামলা রয়েছে। গেল বছরের ২৮ জুলাই একদফা দাবি আন্দোলন চলাকালীন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুর ও লুটপাট মামলায় তাকে ২৯ মে গ্রেপ্তার দেখানো হয়।