
অনলাইন ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রাখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শুক্রবার (২৯ আগস্ট) নির্বাচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিই বড় চ্যালেঞ্জ প্রতিনিয়ত নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ সময় নির্বাচন কমিশনারদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। এটা কমিশনের চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন এবং ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রত্যাশার তুলনায় ভোটার সংখ্যা বেশি হতে পারে। প্রবাসীরা উচ্ছ্বাস নিয়ে ভোট দিতে অপেক্ষা করছেন।