
অনলাইন ডেস্কঃ
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি ফেসবুক পোস্ট দেন। তিনি লেখেন, ‘ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তবে এই পোস্টে মন্তব্য করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ড. নজরুলের উদ্দেশে লেখেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন।
এদিকে, নুরুল হক নূরের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব আশ্বস্ত করেন, এই ঘটনার তদন্ত হবে।