
অনলাইন ডেস্ক:
খুলনার বটিয়াঘাটায় এক সমাবেশে খুলনা- ১ আসনের মনোনয়ন প্রত্যাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমানের পাপুক বকেছেন, বিগত দিনে দুর্বল নেতৃত্বের কারণে বটিয়াঘাটা উন্নয়ন বঞ্চিত ছিলো। আগামীতে আমি নির্বাচিত হয়ে আসলে অবহেলিত দাকোপ- বটিয়াঘাটাকে পর্যাপ্ত উন্নয়ন করা হবে। বিএনপি নেতা পাপুল আজ উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে এক মতবিনিময় সভা ও ৩১ দফা’র লিফলেট দিয়ে গণসংযোগকালে এসব কথা বলেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেনিন, স্বেচ্ছাসেবক দলের জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো। প্রধান বক্তা ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপি আহবায়ক এজাজুর রহমান শামীম।
মতবিনিময় সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা নগর বিএনপির সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন, ১নং জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান, সোনাডাঙ্গা বিএনপির সদস্য (দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত) শাহীন খান, খুলনা নগর যুবদলের সদস্য মেহেদী হাসান বাবু, খুলনা নগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাবিবুল্লাহ তারেক প্রমুখ।