
অনলাইন ডেস্কঃ
দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫, আয়োজন করতে যাচ্ছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী চলবে এই মেলা।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস মিট ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান। তিনি জানান– এই মেলা শুধু পর্যটন নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধান অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা বলেন, বিটিটিএফ দেশের পর্যটন শিল্পে বড় অবদান রাখবে। সরকারের পক্ষ থেকে আমরা এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করছি।
এবারের মেলা হবে বিটিটিএফ-এর ১৩তম সংস্করণ। মেলায় থাকবে চারটি পৃথক হল। মোট ২২০টি স্টল ও প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শন করবে।
মেলায় অংশ নেবে ২৫০-এর বেশি প্রদর্শক, ২০-এর অধিক দেশের প্রতিনিধি, দুই হাজারেরও বেশি বাণিজ্যিক প্রতিনিধি এবং দর্শনার্থীর সংখ্যা ৫০ হাজারের বেশি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।