
অনলাইন ডেস্কঃ
খুলনায় জাতীয় পার্টি অফিসে ফের হামলা ও ভাংচুর চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে মিছিল নিয়ে তারা ডাকবাংলো মোড়ের জাপা অফিসে হামলা চালায়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাংচুর কার্যক্রম চলছে।