
অনলাইন ডেস্কঃ
৩০০ আসনের মধ্যে সাতক্ষীরাসহ ৩৭ সংসদীয় আসনে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টিতে পরিবর্তন এনে ওইসব আসনে সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সেসব আসনে পরিবর্তনের প্রস্তাব
সংসদীয় ৩০০ আসনের মধ্যে সীমানা পরিবর্তনের প্রস্তাবে থাকা ৩৯ আসনগুলো হলো- পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২, সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট-২, ৩ আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একটি বাড়বে ও বাগেরহাট একটি কমবে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমদ বলেন, কুমিল্লা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় খুবই মাইক্রো লেভেলের পরিবর্তনের প্রস্তাব রয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই সীমানা নির্ধারণে ভূগোলবিদ, নগরবিদ, পরিসংখ্যানবিদসহ বিশেষজ্ঞদের নিয়ে ৯ সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী কমিটি ৬৪ জেলার ৩০০ আসন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে।
বিগত যত আসনে পরিবর্তন
সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ৩৮টি আসনে দাবি-আপত্তির আবেদন এলেও, ১০-১২টি আসন আমলে নিয়ে পর্যালোচনা করা হয়। এরপর এক ডজন আসনে সামান্য পরিবর্তন এনে ২০২৩ সালের ৩ জুন গেজেট প্রকাশ করা হয়। একাদশ সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালে খসড়া প্রকাশ করে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩০ এপ্রিল ৩০০ আসনের গেজেট প্রকাশ করা হয়। খসড়ায় ৪০ আসনের পরিবর্তনের প্রস্তাব করে ২৫টি আসনে ছোটখাটো পরিবর্তন আনা হয়।
দশম সংসদ নির্বাচনের আগে ৮৭টি সংসদীয় আসনে পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। এ খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তি শুনানি শেষ হয় এপ্রিলে। পর্যালোচনা করে ৫০টি আসনে ছোটখাটো পরিবর্তন করে ২০১৩ সালের ৩ জুলাই সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়। ২০০৮ সালে নবম সংসদে সংসদীয় আসনে ব্যাপক পরিবর্তন আনা হয়, শতাধিক আসনে আসে পরিবর্তন। ওই বছর মোট ১৩৩টি আসনে সীমানা পরিবর্তনের প্রস্তাব থাকলেও শতাধিক আসনের সীমানায় পরিবর্তন আনে নির্বাচন কমিশন।