
অনলাইন ডেস্কঃ
নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেয়া রাসূলের শিক্ষা নয়— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত এক মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
রিজভী আহমেদ বলেন, দেশে নৈরাজ্য চলছে, তৌহিদী জনতার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চক্রান্ত করেছিল, আবারও সেরকম কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, অন্তবর্তীকালীন সরকারকে তা খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেয়ার ঘটনা শোনা যায়নি।
এখন হঠাৎ করে দেশে এসব নৈরাজ্য কেনো বাড়ছে— তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এ সিনিয়র নেতা।