
অনলাইন ডেস্কঃ
রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া। আর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই আইডিয়া বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলায় আমাদের নিরীহ আলেম ভাইদের ওপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, ২৪’র অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্রজনতাকে খুন করেছে, সেই খুনিরা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবেনা। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তুতো ভাই বলেও মন্তব্য করেন তিনি। যেই চোর এতোদিন তাদের ছায়াতলে ছিল সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেয়ার কথা বলছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, যেভাবে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের দোসর জাতীয় পার্টিরও সকল কর্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ফ্যাসিস্টদের প্রতি আপনাদের নমনীয় আচরণ আপনাদের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করছে।
পঞ্চগড়ে ছাত্রদল স্কুল কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছে উল্লেখ করে বলেন, স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাজনীতির চক্রে ঢুকাবে। সেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে।
অপরদিকে, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগারদের নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা বাংলাদেশে নির্বাচন চায় না। তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। এর মাধ্যমে তারা দেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে।
মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ পঞ্চগড় জেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।