
অনলাইন ডেস্কঃ
আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বশেষ গৃহীত পদক্ষেপ নিয়ে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জামীল উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ৮টি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা ৮১০টি। সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটারকে ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় লাগলেও নির্ধারিত সময়ে, অর্থাৎ বিকাল ৪টার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা সম্ভব। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত সব ভোটারকে লাইনে দাঁড়ানো নিশ্চিত করলে, তারা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এছাড়া নির্বাচনের দিন সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে আনা-নেয়ার জন্য নিয়মিত সিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ বাসের সময় দেখে নেয়ার জন্য অনুরোধও জানানো হয়।
অপরদিকে, আজ ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় বিজ্ঞান অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভোটার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সভায় অংশগ্রহণ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।