
অনলাইন ডেস্কঃ
ভোলায় নিজ বসতঘরে মাওলানা আমিনুল হক নোমানী নামের এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকায় তার নিজ বাসায় তাকে কুপিয়ে জখম করা হয়।
স্বজনরা জানান, শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষকের স্ত্রী যান বাবার বাড়ি। তাই বাসায় একাই ছিলেন নোমানী। রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। এসময় ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি।
তৎক্ষণাৎ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নোমানীকে। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।