
অনলাইন ডেস্কঃ
সরকার গণমাধ্যমের বিবর্তন ও গণমানুষের গণমাধ্যম হিসেবে দেখতে চায় বলে উল্লেখ করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কাগজে কলমে যতটুকু সংস্কার করা সম্ভব ততটা এই সরকার করে যেতে চায়।
রাজধানীর একটি হোটেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার জন্যই আলাদা কমিশন গঠন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছু সরকার করবে।
মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, মব বন্ধে শুধু বিবৃতিই দিচ্ছে না সরকার, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে।
আলোচনায় বিজেসি’র ট্রাস্টি ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। তবে এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশ আগাবে না। বলেন, গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কে নেতৃত্ব দিতে হবে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা গণমাধ্যমের উন্নয়নে কী করেছে, এমন প্রশ্নও রাখেন তিনি।
ফাহিম আহমেদ বলেন, গণমাধ্যম সংস্কারে একটি কমিশন করেছিল সরকার। সেই কমিশন রিপোর্টও দিয়েছে। কিন্তু সেই রিপোর্ট নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। মিডিয়ার বর্তমান পরিস্থিতি পরিবর্তনে সেই কমিশনের রিপোর্টকে সরকারের তরফ থেকে স্বীকৃতি দিতে হবে। তবেই গণমাধ্যমের মালিকরা সেটি আমলে নেবেন।
সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।