
অনলাইন ডেস্কঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ব্যানারে ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির।
এই প্যানেলে ভিপি পদে লড়ছেন মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদে ফাহিম রেজা ও এজিএস পদে প্রার্থী এস এম সালমান সাব্বির।
এ ছাড়াও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন মো. শাহীন আলম, সহক্রীড়া সম্পাদক আবু সাইদ, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা, সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইদা হাফসাসহ এই প্যানেলে মোট ২৩ জন রয়েছেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয়বারের মতো মাস্টার্সে ভর্তি হয়ে রাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না। এদিকে, আজ ছিলো রাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসুতে ভোটগ্রহণের কথা রয়েছে।