
অনলাইন ডেস্কঃ
চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। জেলা নির্বাচনের অফিসের প্রধান ফটকে তালা দিয়েছে হরতালের সমর্থনকারীরা।
হরতালের কারণে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন পরিবহন। বন্ধ রয়েছে ১৬টি রুটের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। প্রয়োজনের তাগিদে যারা রাস্তায় বেড়িয়েছেন তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।
সকাল সাতটা থেকে শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড, দশানীর মোড় ,খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা না সেতুর টোল প্লাজা এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে। শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে দুই একটি দুই একটি ব্যাটারি চালিত ইজিবাইক ভ্যান রিকশা চলতে দেখা গেছে।
জেলা নির্বাচন অফিস ,জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতের নিরাপত্তায় এই সকল অফিসের গেটে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।