
অনলাইন ডেস্কঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী। তাঁর মায়ের নাম তাহমিন বেগম।
রোববার রাত ১১টায় ৯৯৯ এ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই। এরপর পুলিশ সেখানে গিয়ে লাশ মর্গে নিয়ে আসে।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে সেখানে যাই। লাশ মর্গে আছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।
প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা খোঁজ খবর নিয়ে তারপর দেখবো কি ব্যবস্থা নেওয়া যায়।