
অনলাইন ডেস্কঃ
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুর মামলার আসামী আওয়ামী লীগ খালিশপুর থানার সভাপতি সারমিন রহমান শিখাকে গত রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম জানান, বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুর মামলার আসামী সারমিন রহমান শিখা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় তাকে খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।