
অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের ফেসবুক আইডিতে সাইবার হামলা চালিয়ে আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ সোমবার এ ঘটনা ঘটে। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী গণমাধ্যমকে জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খানের ফেসবুক আইডিটি বার বার সাইবার আক্রমণ করে ডিজেবল করা হয়েছে।
তিনি বলেন, ‘এর আগে আজ সকালেও তার আইডিটি সাইবার আক্রমণ করে ডিজেবল করার প্রচেষ্টা করা হয়। কিন্তু তখন তা সফল না হলেও এখন আবার তা ডিজেবল করা হয়েছে।’
এ বিষয়ে শেখ তানভীর বারী হামিম বলেন, ‘সাইবার অ্যাটাকের মাধ্যমে সকাল সাড়ে ১০টায় ডিজেবল করে দেওয়া হয়েছে ভিপি প্রার্থী আবিদের আইডি। আমার আইডি ডিজেবল করে দেওয়া হয় বেলা সাড়ে ১১টায়।’
তিনি বলেন, ‘নির্বাচনে পরাজয়ের শঙ্কা থেকে জনপ্রিয় প্রার্থীদের বিরুদ্ধে সাইবার অ্যাটাক করা হচ্ছে। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আগামীকালকে আমাদের শিক্ষার্থীরা ব্যালট অ্যাটাক দেবে।’
এদিকে আইডি ডিজেবল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।