
অনলাইন ডেস্ক:
ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিভিন্ন স্থানে পূর্বনির্ধারিত ৬টি উঠান বৈঠক (১০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আসগর লবি সভায় প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি বলেন, আমি এই ডুমুরিয়ার সন্তান, আপনাদের সকলের সাথে আমার পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। এই অঞ্চলে বিগত দিনে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখনো গ্রাম থেকে গ্রামে যাতায়াতের জন্য জন্য নৌকায় যাতায়াত করতে হয়। রাস্তা ঘাট এতোটাই অনুন্নত যে আপনারা পায়ে হেঁটে বাড়ী পর্যন্ত যেতে পারছেন না। ঘনবসতি অঞ্চল হিসেবে পর্যাপ্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও মন্দির নাই।
তিনি বলেন, আমরা জেলে, বেদে, হরিজন, দলিত সম্প্রদায় সহ সকল গোত্রের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা সচেতনতামূলক কার্যক্রম বিএনপি পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা দলীয় ভাবে নানা পরিসরে কাজ করে যাচ্ছি।
প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থাৎ আপনাদের সকলকে নিয়ে কাজ করতে গ্রাম ইউনিয়ন উপজেলাতে আপনাদের সমন্বয়ে টিম গঠন করা হবে।
তিনি বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এ জনগোষ্ঠীর সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করছি। আপনাদের একত্রিত করে উঠান বৈঠকের মাধ্যমে এই ধরনের মতবিনিময় সভার আয়োজন।যেখানে আপনাদের বক্তব্য, মতামত, সমস্যা ও সম্ভাবনার কথাগুলো সরাসরি শুনতে এসেছি। সেই সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত করার অঙ্গীকার করছি, যা ধারাবাহিকভাবে অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। আপনারা আমার জন্য আমার দলের জন্য দোয়া করবেন। আমি ও আমরা বাকী জীবন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পাড়ি।
বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ রেহেনা ঈসা।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নগর জাসাসের আহবায়ক নুরুল ইসলাম বাচ্চু, বারবার নির্বাচিত ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, নিতাই গাইন, সুভাস বৈরাগী, রফিক মীর, খোরশেদ মোড়ল, আইয়ুব মাস্টার, শেখ জহুরুল ইসলাম, আশরাফ হোসেন, রফিক মীর, হুমায়ুন কবির, বারবার নির্বাচিত ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, শেখ আহফাজ উদ্দিন, শাহাবুদ্দিন সরদার, দ্বীন মোহাম্মদ, জিয়া গাজী, খান আসাদুজ্জামান মিন্টু, সাদ্দাম হোসেন মোল্লা, মোফাজ্জল শেখ, সাদ্দাম শেখ, আমিনুল সরদার, তৈয়বুর শেখ, ইউপি সদস্য পারুল বেগম, কুদ্দুস খান, রাবেয়া বেগম, সফি সরদার, শাজাহান ফকির, বিউটি বেগম, কুলসুম বেগম, রবিউল শেখ প্রমুখ।
তিনি আজ খর্নিয়া ইউনিয়নের একাধিক মসজিদ- মাদ্রাসা- মন্দির পরিদর্শন করেন। তিনি ব্যাক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
সিংঙ্গা স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। মাগরিবের নামাজ পরবর্তী খর্নিয়া ইউনিয়নে ২ টি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন