
অনলাইন ডেস্কঃ
৮ দফা দাবি বাস্তবায়ন, জাতীয় সংসদে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি পালন করছেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিনিধিরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রমনা কালী মন্দিরে দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অনশন রাত ১২টায় শেষ হওয়ার কথা রয়েছে। অনশন কর্মসূচিতে সংগঠনের মুখপাত্র সুস্মিতা কর, কেন্দ্রীয় প্রতিনিধি সুব্রত বল্লবসহ অন্যরা অংশগ্রহণ করছেন।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৮ দফা দাবি এবং অনশন কর্মসূচির বিষয়টি জানিয়ে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও সমাজকল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তারও আগে সোমবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগের দাবি জানায় সংখ্যালঘু অধিকার আন্দোলন। ওই সংবাদ সম্মেলন থেকে জানানো হয়েছিল, ৮ দফা বাস্তবায়ন না হলে সংখ্যালঘু সম্প্রদায় এ দেশে নিজেদের নিরাপদ ভাবতে পারবে না। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের দাবিগুলো নিয়ে সরকার আলোচনা শুরু না করলে তারা অনশন, আমরণ গণঅনশন কর্মসূচি শুরু করবেন।
কর্মসূচি অনুযায়ী, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অনশন করবে সংগঠনটি। এরপর তৃতীয় দিন অর্থাৎ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে আমরণ গণঅনশন কর্মসূচি শুরু হবে। রমনা কালী মন্দির অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি হতে পারে।