
স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপের পঞ্চম ম্যাচ। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। তবে, আজ শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম হলে সুপার ফোরে যাওয়ার পথে অনেকখানি এগিয়ে যাবে টাইগাররা।
শ্রীলঙ্কার এশিয়া কাপে প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের আগের আসরে (২০২২ সালে) চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
‘বি’ গ্রুপে রয়েছে রয়েছে ৪টি দল। আফগানিস্তান, হংকং, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আফগানিস্তান ইতিমধ্যেই জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশও হারিয়েছে হংকংকে। তাই শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে নামবে চাপ নিয়ে, কারণ পয়েন্ট টেবিলে জায়গা করে নিতে তাদের জয় পাওয়া খুব জরুরি।