
অনলাইন ডেস্কঃ
রাজধানীর আদাবরে দুই গ্রুপের সংঘর্ষে রিপন ওরফে নিপু (৩৫) নামের একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিপন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুল কাইচা গ্রামের আবু কালাম সরকারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রাজু গ্রুপ ও বেলচা মনির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেলচা মনির গ্রুপের সদস্যরা রাজুর চাচাতো ভাই রিপনকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, নিহত রিপনসহ উভয় গ্রুপই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান।