
স্পোর্টস ডেস্কঃ
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে লড়ছে বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার ২ বল শেষে আফগানিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১৩২ রান। জয়ের জন্য এখনো তাদের দরকার ১১ বলে ২৩ রান।
বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা আসে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপেনিং জুটিতে। বিশেষ করে তামিম ঝোড়ো ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করে দলকে শক্ত ভিত গড়ে দেন। শেষ পর্যন্ত ১৫৪ রানের টার্গেট দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা।
এরপর বল হাতে নিয়ন্ত্রণ ধরে রাখেন বাংলাদেশি বোলাররা।
নাসুম আহমেদ ৩ ওভারে মাত্র ৭ রান খরচায় নেন ২ উইকেট। রিশাদ হোসেনও কার্যকর বোলিং করে ৪ ওভারে ১৮ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। মুস্তাফিজুর রহমান ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ১ উইকেট।
আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই দ্রুত ৩০ রান করে কিছুটা চাপ কমালেও তাকে বিদায় করেন তাসকিন আহমেদ।
এ ছাড়া গুরবাজ করেন ৩৫ রান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারছে না আফগানরা।
লাইভ উইন-প্রবাবিলিটি অনুযায়ী বর্তমানে বাংলাদেশ এগিয়ে আছে ৭৫ শতাংশ সম্ভাবনা নিয়ে, যেখানে আফগানিস্তানের জয়ের সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ।