
অনলাইন ডেস্কঃ
পোষ্য কোটা বাতিলের আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্চিত করার অভিযোগ তুলে আজ পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সিনেট মিটিং শেষে এই ঘোষণা দেয়া হয়। এ সময়, কর্মকর্তা এবং কর্মচারীরা এ কর্মসূচির আওতায় থাকবে বলে জানানো হয়।
এর আগে, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের বারান্দায় পোষ্য কোটা ইস্যুতে রাবি শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ ১০ জনকে অবরুদ্ধ করে রাখা হয়। এতে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাসের পরিস্থিতি।