
অনলাইন ডেস্কঃ
রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় শেখ রেহানা ও তার সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের শুনানি আজ। এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসামি হিসেবে রয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এদিন আদালতে সাক্ষ্য দেবেন ইস্টার্ন হাউজিং লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান, অপারেটর শেখ শমশের আলী, এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সদস্য হিমেল চন্দ্র দাস ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান।
এর আগে, এই মামলায় এনবিআর ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাঁচ কর্মকর্তাসহ দুদক কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেন।
গত ৩১ জুলাই পৃথক তিন মামলায় চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। চার্জগঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মূলত, পৃথক তিন মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ২৩ জনকে আসামি করে মামলা করে দুদক।