
অনলাইন ডেস্কঃ
স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করে বিএনপি। ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার স্বার্থে বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএসহ ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রমিক আইন নিয়ে আলোচনা হয়। এ সময়, এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘে চিঠি দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এলডিসি থেকে উত্তরণ পুরোপুরি স্থগিত না চাইলেও, অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতির জন্য তিন বছর সময় চান।
উল্লেখ্য, গত আট বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ—এমন সিদ্ধান্ত জাতিসংঘের। এজন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সময়সীমাও বেঁধে দিয়েছে জাতিসংঘ।