
স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ৫ উইকেটে ১৭১ রান তোলে তারা। টি–টোয়েন্টিতে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে এটাই পাকিস্তানের সর্বোচ্চ রান।
রোববার (২১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
আগে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ১৫ রানে ফেরেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে ৭২ রানের পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। জুটি ভাঙে সাইম ২১ রানে সাজঘরে ফিরলে। টিকতে পারেননি হুসেইন তালাতও। শিবম দুবের দ্বিতীয় শিকার হন ৫৮ রান করা ফারহান।
দ্রুত উইকেট হারিয়ে রানের গতি কমে যায় পাকিস্তানের। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। যেখানে প্রথম ১০ ওভারে ৯১ রান তুলেছিল পাকিস্তান। কিন্তু সর্বশেষ ৭ ওভারে করতে পেরেছে মাত্র ৩৮ রান। তবে শেষ দিকে সালমান আঘার ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পায় পাকিস্তান। ভারতের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন শিবম দুবে। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে সর্বশেষ নয় বারের ভারত-পাকিস্তান লড়াইয়ের মধ্যে ৮ বারই জিতেছে পরে ব্যাট করা দল।