
নিজস্ব প্রতিবেদকঃ
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা আগের মতো দুই বছর বৃদ্ধি করে ৩৪ বছরে উন্নীত এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
আগামীকালের মধ্যে এ দাবি পূরণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
রোববার রাজধানীর শাহবাগে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ‘ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব)’ সমাবেশে এই দাবি করা হয়।
সমাবেশে ইউমব’র মুখপাত্র ডা. মোবারক হোসেন বলেন, চিকিৎসক সমাজ ঐক্যবদ্ধ আছে। মঙ্গলবারের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।