
স্পোর্টস ডেস্কঃ
কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরেছেন অধিনায়ক মেহেদী মিরাজ। শুরুতে বোলিং করবে বাংলাদেশ দল। লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের।
বাংলাদেশের একাদশে থাকার কথা ছিল রিশাদ হোসেনের। কিন্তু ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সুস্থও হয়ে যান। বুধবার ম্যাচের আগে তার ফিটনেস টেস্ট নিয়েছে টিম ম্যানেজমেন্ট। পেটের পীড়ায় ভোগা রিশাদকে শেষ পর্যন্ত না খেলানোর সিদ্ধান্ত হয়েছে। তার জায়গায় ওয়ানডে অভিষেক হয়েছে তানভীরের।
একইভাবে লম্বা বিরতি দিয়ে শ্রীলঙ্কা সিরিজের দলে ঢোকা নাঈম শেখের একাদশে ঢোকার সম্ভাবনা ছিল। তবে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে কিছু রান পাওয়া পারভেজ ইমনকে একাদশে নেওয়া হয়েছে। দারুণ ঘরোয়া মৌসুম পার করেছেন তিনি।
শ্রীলঙ্কার দলে একজনের অভিষেক হয়েছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকেকে একাদশে নিয়েছে লঙ্কানরা। সিরিজের প্রথম টেস্ট খেলে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফিটনেস পরীক্ষা দিয়ে ফিরেছেন একাদশে। শ্রীলঙ্কা তিন পেসার রত্নায়েকে, আসিথা ফার্নান্দো ও এসান মালিঙ্গাবে নিয়ে খেলছে। স্পিন আক্রমণে মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন।
শ্রীলঙ্কা সিরিজের ঠিক আছে ওয়ানডে অধিনায়কের পদ থেকে নাজমুল শান্তকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন মেহেদী মিরাজ। কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে নেতৃত্বে যাত্রা শুরু করেছেন এই স্পিন অলরাউন্ডার।
বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানাম, এসান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।