
অনলাইন ডেস্কঃ
খুলনার জেলখানা ঘাটে ট্রলার ডুবে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সোয়া ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিখোঁজদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন খুলনা সদর নৌপুলিশের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১ টার দিকে একটি যাত্রীবাহি ট্রলার সেনেরবাজার থেকে জেলখানা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সোয়া ১১ টার দিকে জেলখানা ঘাটের তীরে এসে ডুবে যায় ট্রলারটি। কিছু যাত্রী সাতার কেটে পাড়ে উঠে আসতে পারলেও এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে নৌপুলিশ অংশ নেয়।
ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আবু বক্কার জামান বলেন, ঘটনাটি আমরা জেনেছি। উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।