
অনলাইন ডেস্কঃ
জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো বক্তব্য দেয়নি বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের দাবি একটাই- বিচার ও সংস্কার করে নির্বাচন দিতে হবে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা চাই সরকার জুলাই সনদ ঘোষণা করুক। তার ভিত্তিতে একটি নতুন নির্বাচনী কাঠামো তৈরি হোক। যদি তা না হয়, তবে আবারও রাজপথে নামতে বাধ্য হবো।”
তিনি জানান, আগামী ৩ আগস্ট এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা থাকবে।
একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “আবেগের কথা বলে অভ্যুত্থানকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, তা চরম দুঃখজনক। ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের আত্মত্যাগকে ‘মবতন্ত্র’ বলা হচ্ছে। বিপ্লবকারীদের বিরুদ্ধে হত্যা ও দমন-পীড়নের মঞ্চ তৈরি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মিডিয়াকে ব্যবহার করে ফ্যাসিবাদের পক্ষে জনসম্মতি তৈরির চেষ্টা চলছে। অথচ দেশের মানুষ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের পথে হাঁটতে চেয়েছিল। তাই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। ৩ আগস্ট ঢাকায় আবারও মানুষ জমায়েত হয়ে সেই স্বীকৃতি দাবি করবে।”
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সোমবার ছিল সপ্তম দিনে। এর মধ্যেই ১৩টি জেলা শেষ করেছে দলটি। রাজশাহী থেকে যাত্রা শুরু করে বানেশ্বর, পুঠিয়া হয়ে নাটোরে যায় এনসিপি নেতৃবৃন্দ।