
অনলাইন ডেস্কঃ
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (১২ জুলাই) সকালে দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় সক্রিয় রয়েছে হালকা থেকে মাঝারি মাত্রার মৌসুমি বায়ু। তবে বাংলাদেশের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও, আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
প্রথম দিন (শনিবার): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে হতে পারে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দ্বিতীয় দিন (রোববার): প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে কিছু এলাকায়। তাপমাত্রা কিছুটা কমবে।
তৃতীয় দিন (সোমবার): বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি আরও বাড়বে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। চট্টগ্রামেও অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
চতুর্থ দিন (মঙ্গলবার): সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পঞ্চম দিন (বুধবার): এই দিনও বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট) এবং দক্ষিণাঞ্চলের (খুলনা, বরিশাল, চট্টগ্রাম) বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় নদী তীরবর্তী অঞ্চলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলমান এই বৃষ্টিপাত স্বাভাবিক মৌসুমি প্রবাহের অংশ। তবে ভারী বৃষ্টির ফলে জলাবদ্ধতা ও নদীভাঙনের ঝুঁকিতে থাকা এলাকাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।