
অনলাইন ডেস্কঃ
বাগেহাটের রামপাল উপজেলায় ২৪ ঘন্টা না যেতেই একই এলাকায় বিএনপি’র দুইপক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে উভয় পক্ষে অন্তত ৬/৭ জন আহত হয়েছে। রবিবার (৩ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জনা গেছে মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার পর বিএনপির দুইপক্ষ একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা আড়াই ঘন্টা সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহত হয়।
সংঘর্ষের খবর পেয়ে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান রাতে ওই এলাকায় পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনার পর ওই এলাকায় রাতভর থমথমে অবস্থা বিরাজ করছিল।
এদিকে ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ রোববার বিকাল ৪টায় আবারো সন্ন্যাসী বাজারে বিএনপি’র দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ৬-৭ জন নেতা-কর্মী আহত হয়। খবর পেয়ে রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একদল ফোর্স নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ রিপোর্ট লেখার সময় রাত ৮:৩০ মিনিট পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় এখনো কোন মামলা হয়নি।