
অনলাইন ডেস্কঃ
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নারীকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে এবং সেখানে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। বিশেষ একটি দলের ভোট দিলে বেহেশতে পাঠানোর মতো অলীক প্রতিশ্রুতি বদলে বিএনপি বাস্তবসম্মত কর্মসূচি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে চায়। একটি দল ঘরে ঘরে গিয়ে বলছে, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আপনারা বেহেশতে যাবেন। কিন্তু কে বেহেশতে যাবে আর কে যাবে না, তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি এমন অবাস্তব কথা না বলে জনগণের জন্য কল্যাণকর ও বাস্তবসম্মত কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বর্তমানে টিসিবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এখন দেখা যায়, একটি ওয়ার্ডে এক পরিবার আটটি কার্ড পেয়েছে অথচ অনেক গরিব মানুষ পায়নি। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক মহিলার নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেখানে কে বিএনপি বা কে অন্য দল করে তা দেখা হবে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা স্মরণ করে মনা বলেন, জিয়াউর রহমানই আমাদের ‘বাংলাদেশি’ পরিচয় দিয়েছেন, যা আগে ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন এবং মেয়েদের জন্য বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর মহিলা দলের আহবায়ক সৈয়দা নার্গিস আলী, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, মহানগর মহিলা দলের সদস্য সচিব এড. হালিমা আক্তার খানম, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নূরুল আলম দিপু, মিজানুর রহমান, মোঃ জহিরুল ইসলাম খান জুয়েলসহ বিএনপি ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ আল-আমিন।