
বিশেষ প্রতিনিধিঃ
আজ ঐতিহাসিক ৫ ই আগস্ট, কোটা আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র- জনতার গন অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে, শেখ হাসিনা এক পর্যায়ে ভারতে পালিয়ে চলে যান, এর পরেই উল্লসিত লাখ লাখ জনতা রাজপথে নামে, সংসদ ভবন, গনভবন, ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশেই আওয়ামী লীগ নেতাদের অফিস- বাড়ি- ব্যবসা- প্রতিষ্ঠানে বিক্ষুব্ধ জনগন হামলা চালায়, অগ্নিসংযোগ করে, লুটপাট করে, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নামে কয়েকশো হত্যা মামলা দায়ের হয়েছে যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতা বিরোধী মামলা বিচারাধীন,
পালিয়ে যায় আওয়ামী লীগের মন্ত্রি- এমপি অন্যান্য নেতারা, বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবের বাসভবন, সারা দেশে শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর হয়, শেখ পরিবারের সদস্যদের নামে হাজার হাজার প্রতিষ্ঠানে নামকরণ পরিবর্তন করে সরকার, এক বছরেও আওয়ামী লীগের নেতারা নিজ নিজ এলাকায় আজ অবধি ফিরতে পারেন নি, শতাধিক মন্ত্রী- এমপিসহ লাখ লাখ নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন, আওয়ামী লীগের দাবি মতে, কয়েক হাজার নেতা-কর্মী মব জাস্টিসের শিকার হয়ে মারা গেছেন,
শেখ হাসিনার সরকার পতনের পরে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে, শেখ হাসিনার সমর্থক আমলা, শত শত পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ লাখ লাখ নেতা-কর্মী দেশ বিদেশে পালিয়ে যান, পাচ তারিখ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোন সরকার ছিলো না, এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে, ৮ আগস্ট আন্দোলনকামী ছাত্র- শিক্ষক ও রাজনৈতিক দলগুলির ঐক্য মতের ভিতিরে ডঃ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, সেই সরকারে দেশে প্রথমবারের মতো তিনজন ছাত্র উপদেষ্টা হিসাবে সরকারে যোগ দেয়, গত এক বছর ধরে ক্ষমতাসীন এই সরকার, এর মধ্যে এক উপদেষ্টা পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল
গঠন করেছে, জনশ্রুতি আছে, ডক্টর ইউনুসের প্রত্যক্ষ আশীর্বাদে নতুন এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছে,
আন্দোলনরত জনতার দাবির মুখে আওয়ামী লীগের ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে এই সরকার, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে, নিবন্ধন বাতিল হয়, অন্যদিকে সরকার পতনের পরে বেগম জিয়া স্থায়ীভাবে মুক্তি পান, বেগম জিয়া ও তারেক রহমানসহ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে বিএনপি- জামাত নেতাদের দায়ের করা সব মামলা নিস্পত্তি হয়ে যায়, সারা দেশে কারাগারে থাকা লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মীরা মুক্তি পান, বেগম জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করেও এসেছেন, আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত জামাত ফিরে পায় নিবন্ধন ও দলের প্রতীক, আওয়ামী লীগ আমলে চাকুরীচ্যুত বা ওএসডি হয়ে যাওয়া আমলারা চাকুরী ফিরে পান এমনকি কেউ কেউ কয়েক দফা প্রমোশন পান,
আজ সরকারি ছুটির দিন, আজ এই সরকার জুলাই ঘোষনা দিতে যাচ্ছে, শিক্ষার্থীদের গেলো বছরের শেখ হাসিনার বিরুদ্ধে করা সফল আন্দোলনকে স্বীকৃতি দিতে যাচ্ছে।