
অনলাইন ডেস্কঃ
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরিই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। কোনো ধরনের হঠকারী আন্দোলন বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না।
সোমবার (১১ আগস্ট) খুলনা মহানগরীর ২৩ ও ৩০ নং ওয়ার্ডে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াতে ইসলামীর আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালুর দাবি করছেন উল্লেখ করে তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। যারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হতে ভয় পায়, তারাই পেছনের দরজা খোঁজে এবং পিআর সিস্টেমের মতো অগণতান্ত্রিক পদ্ধতির কথা বলে। বিএনপি দেশের প্রচলিত ভোটদান পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল এবং এর কোনো পরিবর্তনে বিশ্বাসী করে না।
আমাদের আন্দোলন জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, কোনো বিশৃঙ্খলা তৈরির জন্য নয়। আমরা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায় করতে চাই। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের এই দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ চায়।
২৩নং ওয়ার্ড: বিকাল ৪টায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শেখ ইফতেখার হোসেন বাবুর সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানু রশিদ মিরাজ, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুল আজিজ সুমন, মো: নাসির উদ্দিন এবং আবুল হাসনাত সিদ্দিক। উপস্থিত ছিলেন মাসুদুল হক হারুন, কাজী জলিল, এড. শেখ সাব্বির হোসেন সুজা, মেজবাউজজামান পাপ্পুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
৩০ নং ওয়ার্ড: সন্ধ্যা ৭টায় সওগাতুল আলম সগিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোল্লা ফরিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌধুরী হাসানুরশিদ মিরাজ ও মো: নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন শেখ মেহেদী হাসান লিটন, আফসার উদ্দীন মাস্টার, আমীন আহম্মেদ, জিয়াউল আহসান জিয়া, মঈনুল ইসলাম কিরন, কাজী জলিল, জিএম মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শায়লা পারভিন রিক্তা, নাজমা কবির, জালাল সরদার, আলামিন হক পাপ্পুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উভয় অনুষ্ঠানেই বিপুল সংখ্যক সাধারণ মানুষ নতুন সদস্য ফরম পূরণের মাধ্যমে বিএনপিতে যোগদান করেন এবং পুরনো সদস্যরা তাদের সদস্যপদ নবায়ন করেন।