
অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। সোমবার (১৮ আগস্ট) অন্যান্য দিনের তুলনায় চাপ বেড়েছে মনোনয়নপত্র সংগ্রহের।
এদিন দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২৮ জন প্রার্থী। এনিয়ে আজ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৫৩ জন। ইতিমধ্যে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী মনোনয়নপত্র তুলেছে।
এদিন পূর্ণ প্যানেল নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। আজই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাম জোটের মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে।