
অনলাইন ডেস্কঃ
ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে অংশ নিয়ে হাজার হাজার মানুষ। রোববার (১৭ আগস্ট) তারা গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের সঙ্গে আলোচনা এবং জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে নামেন। খবর রয়টার্স
এদিন তারা হাতে ইসরায়েলি পতাকা এবং জিম্মিদের ছবি নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে হর্ণ, ড্রাম বাজানোসহ বিভিন্ন স্লোগান দেয়। পুরোদেশ জুড়ে এমন চিত্র দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীদের অনেকে জেরুজালেম ও তেল আবিবের রাস্তা বন্ধ করে দেয়।
তেল আবিবে অবস্থিত পাবলিক স্কয়ারে জিম্মি মাতান অ্যাংরেস্টের মা আনাত অ্যাংরেস্ট সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ মূল্যবোধকে স্মরণ করতে আজ সবকিছু থমকে গেছে, এটাই জীবনের স্বার্থকতা।
বিক্ষোভে অংশ নেন ইসরায়েলি হলিউড অভিনেত্রী গাল গ্যাডট। তিনি ওয়ান্ডার ও ফাস্ট এন্ড ফিউরিয়াস চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
জিম্মিদের পরিবারের ডাকা দেশব্যাপী এই বিক্ষোভে অংশ নেয়ার জন্য গতকাল রোববার অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মীদের অনুমতি দিয়েছিল। তবে কর্মদিবস থাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বিক্ষোভের মধ্য থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ায় তাদের গ্রেপ্তার করা হয়। তবে স্থানীয় সময় বিকাল ৪টায় তেল আবিব ও জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে ওঠার পরই দেশজুড়ে চলা বিক্ষোভ স্থগিত হয়ে যায়। যদিও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করে ইসরায়েল।
গতকাল মন্ত্রিসভায় বৈঠকে নেতানিয়াহু বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা হামাসের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ ছাড়া যুদ্ধবিরতি চাইছে, তারা শুধু হামাসের অবস্থানই শক্তিশালী করছে না বরং জিম্মিদের মুক্তির পথও লম্বা করছেন। এছাড়া তাদের এমন দাবি ৭ অক্টোবরের ঘটনাকে আবার ফিরিয়ে আনবে।
ইসরায়েলের ইতিহাসে কট্টর ডানপন্থি সরকার পরিচালনার দায়িত্বে থাকা নেতানিয়াহু বলেন, তার সরকার গাজা দখলে দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ। যদিও গাজায় বড় একটি অংশ এখনও তারা দখলে নিতে ব্যর্থ।
তবে এই সিদ্ধান্ত ইসরায়েলি ও অনেক জিম্মির পরিবারের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। কারণ তারা আশঙ্কা করছেন গাজায় সামরিক অভিযান সম্প্রসারিত হলে জিম্মিদের জীবন আরও ঝুঁকিতে পড়বে। হামাসের কাছে এখনও ৫০ জন জিম্মি রয়েছে। এর মধ্যে ২০ জন জীবিত রয়েছে বলে ধারণা করছে ইসরায়েল।