
অনলাইন ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ((ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল; কেবল ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা।
বিএনপির সহযোগী সংগঠনটি বলছে, আলাদা করে ফরম নিলেও তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্যানেল ঠিক করে দেবেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৯ অগাস্ট। সে হিসেবে মঙ্গলবারের মধ্যে প্যানেল ঠিক করে ফরম জমা দেওয়ার সুযোগ রয়েছে ছাক্রদলের।
ভিপি বা সহ-সভাপতি পদে ফরম তুলেছেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার ও আবিদুল ইসলাম খান।
আর সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম। এজিএস বা সহ-সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমানও ফরম নিয়েছেন, তবে পদের নাম জানা যায়নি।
শেষ দিন সোমবার ফরম তুলে আবিদুল ইসলাম খান বলেন, “আমাদের এখনো প্যানেল চূড়ান্ত হয়নি। তবে আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে মনোনয়ন ফরম তুলতে বলেছেন। আমরা তুলেছি।
“তবে আমরা কে কোন পদে নির্বাচন করব, সেটা আমাদের নেতা ঠিক করে দেবেন।”
এদিন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নিজ নিজ প্যানেল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ অগাস্ট। নির্বাচনের ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।
১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে, প্রতি বছর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা। ডাকসু মনোনীত পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের সদস্য হন।
শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ৩৭ বার। এর মধ্যে ২৯ বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে। স্বাধীন দেশে ৫৩ বছরে মাত্র ৮ বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।