
অনলাইন ডেস্কঃ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন শিক্ষার্থী শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। গত ১৯ আগস্ট গত পরশু দিন কোচিং সেন্টারে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে কথা-কাটাকাটির জেরে আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম।
আজ দুপুর দুইটার পর পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সাইন্সল্যাবের পরিস্থিতি শান্ত হয়েছে এখন। যানচলাচলও স্বাভাবিক।
এদিকে, সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।