
অনলাইন ডেস্কঃ
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা ও মেয়েকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার বাগান টিলা এলাকায় নিজ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, আমেনা বেগম (৯০) ও রেহেনা আক্তার রেহেনা আক্তার (৪০)।
স্থানীয়রা জানায়, রেহানার স্বামী ওমান প্রবাসী। রেহানা ও তার মা বাড়িতে একা থাকতেন। আজ সকালে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িতে ঢুকে দুইজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দীন বলেন, শেষ রাতের দিকে তাদের জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।