
অনলাইন ডেস্কঃ
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান যখন নির্বাচনের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, তখনই বিশেষ মহল, যারা স্বাধীতার বিরোধীতা করেছেন, যারা নির্বাচন ছাড়াই মন্ত্রণালয় দখল করে রাখতে চান, তারাই নতুন নতুন ঘটনা তৈরী করে নির্বাচনকে ঠেকাতে চাচ্ছে। যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের স্বপক্ষে কাজ করতে পারেনি, তারাই এখন নতুন র”পে, নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। এবার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেও সক্ষম হবো। সেজন্য সকলকে সজাগ থাকতে হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বৈকালী বিএনপি কার্যালয়ে খালিশপুর থানার ৯টি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, গণতন্ত্রের স্বপক্ষে কাজ করতে পারেনি, তারাই এখন নতুন র”পে, নতুনভাবে এই নির্বাচনকে ঠেকানোর চেষ্টা করছে। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পরে এদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। নির্বাচিত সরকার এবং নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে মন্তব্য করে তুহিন আরো বলেন, নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র, কার্যকর পদক্ষেপ এবং শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন। ০৫ আগস্টের রক্তাক্ত গণঅভূত্থানের পর দেশের অতীত ইতিহাস মুছে ফেলার চক্রান্ত হয়েছে। ৭১-এর পরাজিত শত্র”রাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে ফায়দা হাসিলের চেষ্টা করছে। ৭১ আর ২৪ এক বিষয় নয়। বরং এসব বলে মুক্তিযুদ্ধের সময় নিহত লাখো শহীদ এবং যাদের সম্ভ্রমহানি হয়েছে তাদের অসম্মান করা হয়েছে।
খালিশপুর থানা বিএনপির সভাপতি এড শেখ মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হায়দার আলী তরফদার, কাজী ইকরাম মিন্টু, বুলবুল আহমেদ , শেখ জাহাঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল আলম, আবুল কালাম, শেখ নুর”ল ইসলাম, মোঃ মাজু , গাজী সালাউদ্দিন, মাসুম বিল্লাহ, মোঃ কালাম শেখ, মিজানুর রহমান, আব্দুল হালিম, মোঃ বাচ্চু শেখ, মনির খান সহ স্থানীয় নেতৃবৃন্দ।